বাকেরগঞ্জ প্রতিনিধি :সৌরভ হাওলাদার
বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ সরকারি কলেজ ও মুজাহিদিয়া মাদ্রাসার সামনে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বাকেরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এ সড়কে রোড ডিভাইডার স্থাপনের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোঃ আরিফুর রহমান আরিফ ,মোঃ তরিকুল, আরাফাত ও সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বাকেরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তারা বলেন, বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে দীর্ঘদিন ধরে দুর্ঘটনা সৃষ্টি হয়ে আসছে। গত দুই বছরে একই স্থানে দু ২-৩ জন লোক প্রাণ হারিয়েছে। এই সড়কটি কিলিং জোনে পরিনত হয়েছে। সড়কে ওভার লোডিং, ওভার স্পিড, ওভার টেকিংয়ের কারণে এসব দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।
গত ছয় মাসে এই স্থানে প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এরমধ্যে হতাহতের সংখ্যা প্রায় অনেক। এটি বাকেরগঞ্জ মেইন পয়েন্ট স্ট্যান্ড এখানে গাড়ি স্লো করার কথা থাকলেও ওভার স্পিডের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে সড়কে চলাচলকারী যানবাহন। এ থেকে পরিত্রাণ পেতে সড়কের গতিরোধ (স্পীড ব্রেকার) ও রোড ডিভাইডার স্থাপনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ও কর্তৃপক্ষসহ প্রশাসনের প্রতি