জনগণের সংবাদ ডেক্স
আজ ৮ ফেব্রুয়ারি ২০২৫: তৌকাঠী মারকাযুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে শীত নিবারণের জন্য ফ্রি কম্বল বিতরণ করা হয়েছে।
এ দিন, মাদ্রাসার হলরুমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ । এ সময় তারা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের নানা দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
মাদ্রাস কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন সহায়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। আজকের এই কম্বল বিতরণ কর্মসূচি তারই অংশ। মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে তাদের অভিভাবকরা এতে অংশগ্রহণ করেন এবং মাদ্রাসার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
মাদ্রাসা কর্তৃপক্ষ আশা করছে যে, আগামী দিনগুলিতে তারা আরও বড় পরিসরে সমাজের অসহায় মানুষের জন্য সহায়ক কার্যক্রম চালিয়ে যাবে।
এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাকরছে এলাকার সচেতন মহল।