1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
       
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে এলজিইডির উদাসীনতায় রাস্তা নিয়ে হামলা-মামলা: ঘটনাস্থলে পদস্থ কর্মকর্তারা বাকেরগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫: জলবায়ু সুবিচারের দাবিতে তরুণদের মানববন্ধন ও পদযাত্রা ‎দিনাজপুরের  চিরিরবন্দর উপজেলা ফিলিস্তিনের গাজায় গনহত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিল নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ও পুনর্মিলনী ২০২৫ ইং সম্পন্ন।   বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইলেক্ট্রনিক্স বিজনেস এসোসিয়েশন এর আয়োজনে সম্প্রীতি সম্মেলন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেটিআইটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি তৌকাঠী মারকাযুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফ্রি কম্বল বিতরণ বাসে ছাত্রী লাঞ্চনা সহপাঠীদের সড়ক অবরোধ

প্রশাসক নিয়োগ দিয়ে বায়রার নির্বাচন করতে হাইকোর্ট নির্দেশ

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

মো: রাহাত ইসলাম

প্রশাসক নিয়োগ দিয়ে জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পৃথক রিট নিষ্পত্তি করে আজ এ নির্দেশ দেন। বাণিজ্য সচিবকে চার সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

আদালতে বায়রার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সাধারণ সদস্যদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এডভোকেট আহসানুল করিম, এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া, এডভোকেট আবদুল্লাহ আল মামুন।

এর আগে গত ২৪ অক্টোবর বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল চ্যালেঞ্জ করে আনা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ নভেম্বর বায়রার নির্বাচনী তফসিল স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে আনা আবেদনের শুনানি নিয়ে গত ১১ নভেম্বর বায়রার নির্বাচনী কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি আপিল বিভাগ হাইকোর্টকে বায়রার নির্বাচন নিয়ে রুল নিষ্পত্তি করতেও নির্দেশ দেয়। সে অনুযায়ী হাইকোর্টে রুলের ওপর শুনানি শেষে আজ রায় হলো।

এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বায়রা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত ওই বিধিমালার বিধি ১৪-তে স্পষ্ট উল্লেখ আছে যে- ‘প্রত্যেক বাণিজ্য সংগঠনের বিদ্যমান কার্যনির্বাহী কমিটি পরবর্তী কার্যনির্বাহী কমিটির ক্ষেত্র মতে সংশ্লিষ্ট সদস্য পদের নির্বাচনের অন্তত ৯০ দিন পূর্বে নির্বাচনী বোর্ড ও ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচনে আপিল ভোট গঠন করিবে’ কিন্তু বর্তমান বায়রার যে আংশিক কমিটি রয়েছে এই তফসিল ঘোষণা করেছে ৯০ দিনের পূর্বে। ১০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে নয় জন কার্যনির্বাহী কমিটির সদস্য পদত্যাগ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী সরকারের দোসর হিসেবে পরিচিত তিনি ইতোমধ্যে পালিয়ে গেছেন। বর্তমান সভাপতি বিদেশে পালিয়ে রয়েছেন। এমতাবস্থায় নির্বাচনী তফসিলটি ঘোষণা করা সম্পূর্ণ অবৈধ। তাই পুঙ্খানুপুঙ্খানুভাবে উভয়পক্ষকে শুনে তফসিল স্থগিত করেছিল হাইকোর্ট। পরে বিষয়টি সর্বোচ্চ আদালত আপিল বিভাগে যায়। সর্বোচ্চ আদালত নির্বাচনী কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করে হাকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 Breaking News
Designed By Barishal Host