1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
       
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে এলজিইডির উদাসীনতায় রাস্তা নিয়ে হামলা-মামলা: ঘটনাস্থলে পদস্থ কর্মকর্তারা বাকেরগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫: জলবায়ু সুবিচারের দাবিতে তরুণদের মানববন্ধন ও পদযাত্রা ‎দিনাজপুরের  চিরিরবন্দর উপজেলা ফিলিস্তিনের গাজায় গনহত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিল নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ও পুনর্মিলনী ২০২৫ ইং সম্পন্ন।   বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইলেক্ট্রনিক্স বিজনেস এসোসিয়েশন এর আয়োজনে সম্প্রীতি সম্মেলন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেটিআইটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি তৌকাঠী মারকাযুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফ্রি কম্বল বিতরণ বাসে ছাত্রী লাঞ্চনা সহপাঠীদের সড়ক অবরোধ

হার না মানা এক যোদ্ধা মেহেদী হাসান

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে
বরিশাল প্রতিনিধি : সৌরভ হাওলাদার
বরিশাল জেলার উজিরপুর থানার গাজিরপাড় গ্রামের মোঃ মেহেদী হাসান তার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে চলার মাধ্যমে আমাদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। শৈশবে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় মাত্র আড়াই বছর বয়সে চোখের দৃষ্টি হারানোর পরও তিনি কখনো থেমে থাকেননি।
শৈশব ও শিক্ষার শুরু
২০০১ সালে জন্ম নেওয়া মেহেদী ছিলেন পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। ২০০৭ সালে তার বাবা মারা গেলে পরিবারের হাল ধরেন তার বড় ভাই। মেহেদীর দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে শিক্ষার শুরু থেকেই তার জীবনে নানা চ্যালেঞ্জ দেখা দেয়।২০১০ সালে, তার বড় ভাই তাকে খাটিয়াল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে প্রধান শিক্ষক প্রথমে তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানান। তবে, বড় ভাইয়ের অনুরোধে প্রধান শিক্ষক মেহেদীকে ভর্তি করেন। বিদ্যালয়ে মেহেদীর মুখস্ত বিদ্যা ছিল চমৎকার। তিনি বারবার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে প্রথম স্থান অর্জন করেন। তবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা না থাকায় এক বছর পর তাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়।

শিক্ষার দ্বিতীয় অধ্যায়

২০১৩ সালে, পরিবারের আর্থিক সমস্যার কারণে মাদ্রাসার পড়াশোনা বন্ধ হয়ে যায়। কিন্তু মেহেদীর জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে যায় ২০১৭ সালে, যখন তার মেজ ভাই ফেসবুকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে শিক্ষার সুযোগের বিষয়ে জানতে পারেন। এরপর তিনি বরিশালের সাগরদ্বীপ সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি হন এবং ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শুরু করেন।

২০১৯ সালে, মেহেদি পিএসসি পরীক্ষায় ৩.৯২ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। এর পরপরই তিনি কাশিপুর হাই স্কুল ও কলেজে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। বর্তমানে তিনি দশম শ্রেণীর ছাত্র এবং ২০২৫ সালে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

সৃজনশীলতা ও সাফল্যের পথে

ছোটবেলা থেকেই মেহেদীর গানের প্রতি গভীর ভালোবাসা ছিল। ২০১৭ সালে, তিনি বাংলালিংক কারাওকে কনটেস্টে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন এবং পুরস্কৃত হন একটি সিগনেচার গিটার দিয়ে। তার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তিনি গান পরিবেশন করেন এবং অডিও ড্রামায় ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেন।

এছাড়া ও মেহেদি হাসান বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে যুক্ত হয়ে মানবিক কাজে বিশেষ ভূমিকা পালন করছেন। তিনি গত মার্চ মাসে সারাদেশ ব্যাপী ১০ হাজার বৃক্ষ রোপনে বরিশাল জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করে সফল করেছেন। এছাড়া ও আরো বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তার বিশেষ ভূমিকা আছে রয়েছে।

সংগ্রাম ও সাফল্যের উদাহরণ

মেহেদী হাসানের জীবন কেবল একটি গল্প নয়, এটি একটি শিক্ষণীয় দৃষ্টান্ত। তিনি তার প্রতিটি প্রতিকূলতা জয় করে প্রমাণ করেছেন যে, ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে কোনো বাধাই জীবনকে থামিয়ে রাখতে পারে না।

মেহেদী বর্তমানে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তার জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে, সংগ্রাম আর অধ্যবসায়ই মানুষের জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি। তার জন্য রইল শুভকামনা।

 

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 Breaking News
Designed By Barishal Host