ই-পেপার জনগণের সংবাদ ২৪ - ডিসেম্বর ১১, ২০২৫, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১০:৪৪ এ.এম
চাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করবে ৩০ হাজার শিক্ষার্থীই: চবি ভিসি
- ৩০ হাজার শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে। এখানে আশঙ্কার কোনো কারণ নেই। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহিয়া আক্তার।
বুধবার সকালে চাকসু নির্বাচন পর্যবেক্ষণে এসে বিজ্ঞান অনুষদ ভোট কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ভিসি বলেন, ৩৬ বছর পরে অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। প্রার্থীরাও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনি কাজে সহায়তা করছে।
Copyright © 2025 জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24. All rights reserved.