1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
চট্রগ্রাম ইপিজেডের ভয়াবহ আগুন প্রায় ১৭ঘন্টা পর নিয়ন্ত্রণে - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের  অনুমতি দেবে না সৌদি আরব ৪৪তম বিসিএস: চাকরি পাচ্ছেন ১ হাজার ৬৮১ প্রার্থী আদালতের রায় ও প্রকল্প পূনরায় বহাল থাকায় বৈধ ভাবেই অফিস করছেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুল ওয়াদুদ ! টিভির পর্দায় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মান করবে তুরস্ক কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২১ জামায়াতের নামে ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি মসজিদে নববীর ছাতাগুলো যেন সর্বাধুনিক প্রযুক্তির চমক মাদুরো যুক্তরাষ্ট্রকে রুখতে রাশিয়া-চীন-ইরানেরর শরণাপন্ন হয়েছে ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

চট্রগ্রাম ইপিজেডের ভয়াবহ আগুন প্রায় ১৭ঘন্টা পর নিয়ন্ত্রণে

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

আজ সকাল ৭টা ২৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে কারখানায় লাগা আগুন। তবে এর এক ঘণ্টা পরও সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগের দিন গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় সিইপিজেডের সাততলা কারখানা ভবনটিতে আগুন লাগে।

সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করেছে। ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে রয়েছে।

গতকাল বেলা দুইটার দিকে ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়ালে, ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন তৈরির কারখানা। কারখানা ভবনটি সাততলার। দুটি কারখানার গুদামই সাততলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিতেই। থেমে থেমে কারখানাটির ভেতরে ছোট আকারে বিস্ফোরণের শব্দ শোনা যায় রাতে।

আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছিলেন না। দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। এর মধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনেও আগুন ছড়িয়ে পড়েছিল। সিইপিজেড কর্তৃপক্ষ ও কারখানার মালিকপক্ষ জানায়, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

গতকাল রাত সাড়ে আটটার দিকে সরেজমিন দেখা যায়, আগুনের তাপের কারণে ভবনটির ১০০ মিটার পর্যন্ত কেউ যেতে পারছেন না। তাপের তীব্রতায় ভবনের ছাদ ধসে পড়ছে। এই ভবন থেকে আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আশপাশের ভবনে পানি ছিটিয়ে এ আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করছেন। চারপাশে ভিড় করেছেন উৎসুক মানুষ। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা তাঁদের ভবনের পাশ থেকে সরিয়ে নিচ্ছেন। উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবিও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন গতকাল রাতে জানান, আগুনের তাপের কারণে কারখানাটির কাছে যাওয়া যাচ্ছিল না। আগুন নেভানোর পাশাপাশি ছড়িয়ে পড়া রোধ করতে ফায়ার সার্ভিস কাজ করছে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host