
নিজস্ব প্রতিবেদক:
ইনাকিলাব মঞ্চের মুখোপাধ্যায় ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচার – প্ররোচনা অবস্থানকালে হঠাৎ অজ্ঞাত ব্যক্তি তার ওপর গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা না গেলেও আইনশৃঙ্খলা বাহিনী বলছে—ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
ওসমান হাদীর বড় ভাই, ড. আবু বকর সিদ্দিক (অধ্যক্ষ বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসা, বরিশাল) তিনি জানান তার ভাই এখনো জীবিত আছেন,, তাকে এবারকেয়ারের আইসিইউতে নেওয়া হয়েছে, ডক্টর বলেছেন তিনি অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তার জন্য দোয়া চেয়েছেন দেশ বাসীর কাছে।