1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
এমিরেটস নামাজের সুবিধা দেবে আকাশপথে - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

এমিরেটস নামাজের সুবিধা দেবে আকাশপথে

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

আকাশপথে ভ্রমণের সময় নামাজ আদায় করতে গিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েন। তাই ভোগান্তি নিরসনে নতুন পকেট নামাজের মাদুর চালু করেছে এমিরেটস এয়ারলাইনস। আগের সংস্করণের তুলনায় এটি কিছুটা মোটা ও আরামদায়ক। এটি বহনেও সহজ।

এমিরেটস জানিয়েছে, তাদের বহরের সব ফ্লাইটেই এই পকেট নামাজের মাদুর পাওয়া যাবে। যাত্রীরা চাইলে ফ্লাইট চলাকালে কেবিন ক্রুদের কাছে সরাসরি অনুরোধ করলে মাদুরটি সরবরাহ করা হবে।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, নতুন মাদুরটি দীর্ঘ যাত্রার ফ্লাইটে বিশেষভাবে উপকারী হবে। দীর্ঘপথের ভ্রমণে অনেক সময় নামাজের সময় পড়ে যাওয়ায় যাত্রীদের জন্য আরামদায়ক ও ব্যবহারযোগ্য এই মাদুর কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।

এমিরেটসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস কিংবা ইকোনমি—সব শ্রেণির যাত্রীই এই সুবিধা পাবে

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host