
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে বুধবার পৃথক সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলগুলো।
শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি অভিযোগ করেন, আইডি ভবনের ২১৪ নম্বর রুমে ১০ থেকে ১৫টি ব্যালট পেপার বক্সে রাখা হয়েছে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া। তিনি নিজেই বিষয়টি স্বীকার করেছেন। এ ধরনের অসতর্কতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।