
প্রতিবেদন: মনির আকন
বরিশালের রুপাতলির বাজারের ইজারা নিয়ে হাউজিং এস্টেট কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের মধ্যে টানাটানি চলছে। হাউজিং এস্টেট দাবি করছে, বাজারটি তাদের জমিতে অবস্থিত হওয়ায় ইজারা দেওয়ার অধিকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছে, বাজারটি নগরের ভিতরে হওয়ায় নাগরিক সেবা ও স্থানীয় ব্যবসা নিয়ন্ত্রণের স্বার্থে ইজারা দেওয়ার অধিকার তাদেরই রয়েছে।
দুই পক্ষের এই দ্বন্দ্বের ফলে ব্যবসায়ীরা অনিশ্চয়তায় পড়েছেন, এবং বাজারের নিয়মিত পরিচালনা ও রাজস্ব আদায় প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা আশা করছেন, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আইনানুগভাবে নির্ধারণ করবেন কে ইজারা নেওয়ার অধিকার রাখে, যাতে ব্যবসায়ীরা এবং বাজার ব্যবস্থাপনাও স্বাভাবিকভাবে চলতে পারে।