সৌরভ হাওলাদার বাকেরগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫:বিশ্বব্যাপী ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫’। ইয়ুথনেট গ্লোবালের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে জলবায়ু সুবিচার, নবায়নযোগ্য শক্তির প্রসার এবং জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহীদ মিনারে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। ব্যানার, প্ল্যাকার্ড ও জলবায়ুবান্ধব স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার তিনি বলেন, “তরুণদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম খান তিনি বলেন, “নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পরিকল্পনা বাস্তবায়নে তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ। তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ যেন জীবাশ্ম জ্বালানির মুনাফার জন্য বিসর্জিত না হয়। এখনই সময় একটি ন্যায্য, স্বচ্ছ এবং নবায়নযোগ্য শক্তিনির্ভর শক্তি পরিকল্পনার। এই দাবি এখন তরুণদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে দেশের প্রতিটি প্রান্তে।”
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথনেট গ্লোবাল-এর সদস্য বন্যা মজুমদার_তিনি বলেন, “বাকেরগঞ্জের তরুণ সমাজ জলবায়ু ন্যায্যতার পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মতো দেশগুলো যেন আরও অর্থ ও প্রযুক্তিগত সহায়তা পায়।”
আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ‘বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাব’ এবং ‘মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন’ সহ সবুজ বাংলাদেশ এর সদস্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ গ্রুপ’ ও ‘ইয়ুথনেট গ্লোবাল’-এর উদ্যোগে একই দিনে দেশের ৫০টি জেলায় একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে। এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।