সৌরভ হাওলাদার বাকেরগঞ্জ প্রতিনিধি
আজ ৩১/১২/২০২৪ মঙ্গলবার
মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন (MSRF) ও বাকেরগঞ্জ উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার Uno Bakerganj জনাবা,রুমানা আফরোজ স্যার এর মধ্যে এক সৌজন্যে সাক্ষাত হয়। এ সময়ে স্যারকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ও শুভেচ্ছা জানায় সংগঠনের সদস্য বৃন্দ।
স্যার অসাধারণ একজন মানবিক লোক, স্যারের সাথে মানবিক অনেক গুলো বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান মোতালেব (ইউপি সদস্য), মোঃ জাহেদ হোসেন (সভাপতি), মোঃ সৌরভ হাওলাদার (প্রতিষ্ঠাতা পরিচালক) পলাশ হোসেন (সদস্য সচিব) মানিক খান (যুগ্ম সাংগঠনিক সম্পাদক) ইমাম হোসেন মুরাদ (তথ্য বিষয় সম্পাদক) সদস্য সুমাইয়া ইসলাম,মিম ইসলাম, আয়শা রহমান , মিজান জোমাদ্দর সহ সংগঠেন বিভিন্ন দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীগন।
গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য স্যার কে মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিবাদন!